২১ ডিসেম্বর ২০২০, আজকের মেঘনা. কম, নিজস্ব প্রতিবেদক, যশোর:
ভারতে পাচারের সময় ২০টি সোনার বারসহ পাচারকারীকে আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সদস্যরা।
আজ সোমবার (২১ ডিসেম্বর) ভোরে যশোর শহরের পৌর পার্কের সামনে থেকে তাকে আটক করা হয়। উদ্ধারকৃত সোনার দাম ১ কোটি ৬৩ লাখ টাকা।
যশোরস্থ ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যা্ন্ট কর্নেল সেলিম রেজা বলেন, তারা গোপনে জানতে পারেন একটি চক্র শহরের পৌরপার্কের সামনের রাস্তা দিয়ে সোনার চালান নিয়ে বেনাপোল সীমান্তে যাওয়ার চেষ্টা করছেন। এ খবর পাওয়ার পর বিজিবির সদস্যরা ভোর সাড়ে ৬টার দিকে অভিযান চালিয়ে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে। পরে তার শরীর তল্লাশি করে পাঁচটি প্যাকেটে ২০টি সোনার বার উদ্ধার করা হয়।
লেফটেন্যা্ন্ট কর্নেল সেলিম রেজা বলেন, আটক ব্যক্তির নাম ইমাদুল হোসেন। তিনি যশোরের বেনাপোলের কাগজপুকুর গ্রামের আসলাম হোসেনের ছেলে। ইমাদুল দীর্ঘদিন চোরাচালানের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন।
ইমাদুলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে যশোরের কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।