২২ ডিসেম্বর ২০২০, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ
নওগাঁর ধামইরহাটে ভারতীয় নেশাজাতীয় এ্যাম্পলসহ মাসুদুর রহমান (২৫) ফারুক নামে এক কলেজ ছাত্রলীগের সভাপতিকে আটক করেছে ১৪বিজিবি। সোমবার রাতে উপজেলার আলমপুর ইউনিয়নের অন্তর্গত বস্তাবর বিওপির কাগজকুটা গ্রামের সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মাসুদুর রহমান ফারুক বীরগ্রামের আতোয়ার রহমান বিদ্যুতের ছেলে। সে ধামইরহাট সরকারি এমএম কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি। মঙ্গলবার দুপুরে পত্নীতলা ১৪বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এসএম নাদিম আরেফিন সুমন পিএসসি জানান, সোমবার রাত ১০টার দিকে উপজেলার আলমপুর ইউনিয়নের অন্তর্গত বস্তাবর বিওপির টহল দলের সদস্যরা কাগজকুটা গ্রামের সীমান্ত এলাকার মাঠে অভিযান চালায়। এসময় অভিযানে ৩৯টি ভারতীয় নেশাজাতীয় এ্যাম্পল ও ১টি ১৫০সিসি হিরো হাংক মোটরসাইকেলসহ মাসুদুর রহমান ফারুককে আটক করা হয়। আটক মালামালের মূল্য দুই লাখ টাকা।