২৩ ডিসেম্বর ২০২০, আজকের মেঘনা. কম, নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর চাটখিলে ট্রলি ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালক ও এক অন্তঃসত্ত্বা নারী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন।
বুধবার(২৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে চাটখিলের সুন্দরপুরের ১১ নম্বর পোলের গোড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম।
নিহতরা হলেন— অটোরিকশার চালক ইদ্রিস (৪৫) এবং যাত্রী সুলতানা (২০)।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি আনোয়ারুল ইসলাম জানান, সুন্দরপুরের ১১ নম্বর পোলের গোড়া নামক স্থানে ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রলির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় রিকশাচালক ইদ্রিস ও যাত্রী সুলতানা ঘটনাস্থলেই মারা যান। নিহত সুলতানা ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিল বলে জানা যায়।
ওসি আরও জানান, এ ব্যপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।