২৬ ডিসেম্বর ২০২০, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ
চা খেতে যেতে বারণ করেছিলেন স্ত্রী। কিন্তু স্বামী শোনেননি স্ত্রীর কথা। এজন্য অভিমানে আত্মহত্যা করেছেন স্ত্রী। এমনই ঘটনা ঘটেছে ফরিদপুরের বোয়ালমারীতে।
শুক্রবার (২৫ ডিসেম্বর) দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে পুলিশ।
এর আগে বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রাতে উপজেলার ঘোষপুর ইউনিয়নের লংকারচর গ্রামে এ আত্মহত্যার ঘটনা ঘটে।
মৃতের নাম পিনজিরা বেগম (২৮) বলে জানা গেছে। তার স্বামীর নাম আব্দুল্লাহ। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। স্বামী আব্দুল্লাহ মোল্লা পেশায় একজন কৃষক।
বোয়ালমারী থানার উপ-পরিদর্শক (এসআই) পলাশ কুমার দাস জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে লংকারচর গ্রামের বাসিন্দা আব্দুল্লাহ মোল্লাকে তার স্ত্রী পিনজিরা বেগম বাড়ির পাশের বাজারে চা খেতে যেতে নিষেধ করেন। স্ত্রীর নিষেধ অমান্য করে আব্দুল্লাহ চা খেতে যান। চা খেয়ে বাড়ি ফিরে ঘরের দরজা বন্ধ দেখতে পান। পরে বাড়ির লোকজন ঘরের দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখেন, ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন পিনজিরা বেগম।
এ ঘটনায় পিনজিরা বেগমের চাচাতো ভাই ময়না থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) করেছেন।