২৮ ডিসেম্বর ২০২০, আজকের মেঘনা. কম, টাঙ্গাইল সংবাদদাতা:
টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভার আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি প্রার্থীর কেন্দ্র কমিটি গঠন সংক্রান্ত সভায় হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। এতে বিএনপির মেয়র প্রার্থী সোবাহানসহ ১০-১৫ জন আহত হয়েছেন। এ সময় প্রাইভেটকারসহ বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুরও করা হয়।
রোববার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ধনবাড়ী নবাব ইনস্টিটিউট মাঠে এ হামলা চালানো হয়। আহত প্রার্থীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী ও পৌর বিএনপির আহ্বায়ক এসএমএ সোবাহান বলেন, সব মেয়র প্রার্থী কেন্দ্র কমিটি গঠন করছেন। আমিও নবাব ইনস্টিটিউট মাঠে সন্ধ্যায় কার্যক্রম শুরুর আগে নৌকা প্রতীকের স্লোগান দিয়ে ৪০/৫০টি মোটরসাইকেলে আওয়ামী কর্মীরা হামলা করেন। পিটিয়ে তাকেসহ অনেককে আহত করেন। একই সময় তারা বিএনপি নেতা কামাল তালুকদার মিন্টুর প্রাইভেটকার (নং ফরিদপুর ঘ-০৫-০০০৯) ও বেশ কয়েকজন নেতাকর্মীর ৫/৬টি মোটরসাইকেল ভাঙচুর করে।
বিএনপি নেতা কামাল হোসেন তালুকদার মিন্টু বলেন, অতর্কিত হামলা চালিয়ে হামলাকারীরা প্রার্থী সোবাহানকে আহত করে। এ ঘটনায় আহত মেয়র প্রার্থী সোবাহানকে ধনবাড়ী উপজেলা হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এ সময় বিএনপির মেয়র প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও সাবেক মেয়র হাবিবুল্লাহ ফকির, কৃষকদলের সাংঠনিক সম্পাদক আবুল হোসেন, কাউন্সিলর আয়েন উদ্দিন, তাপসসহ ১০/১৫ জনকে তারা আহত করে।
এছাড়া হামলাকারীরা প্রাইভেটকার, মোটরসাইকেল ও চেয়ার-টেবিল ভাঙচুর করে। থানায় লিখিত অভিযোগ দেয়ারের প্রস্তুতি চলছে।
ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চান মিয়া জানান, সামান্য ধাক্কাধাক্কি হয়েছে শুনেছি। তবে এখনও কেউ লিখিত দেয়নি।
ধনবাড়ী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মীর ফারুক আহমাদ ফরিদ জানান, এমন খবর তার জানা নেই।
অপরদিকে একইদিন বিলাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী যুবলীগের মনিরুজ্জামান বকুলের অনুরূপ কর্মসূচিতে হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন প্রার্থী নিজেই।
তিনি অভিযোগ করেন, তার কর্মসূচি শুরুর আগেই মঞ্চে আগুন লাগায় নৌকা প্রতীকের কর্মীরা।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেন, রোববার ধনবাড়ী পৌর নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থীর কেন্দ্র সভায় হামলা চালিয়েছে আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা। এ হামলায় মেয়র প্রার্থীসহ দলের অন্তত ১০-১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।
হামলার তীব্র নিন্দা জানানোসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আলোচনা করে প্রতিবাদ কর্মসূচি গ্রহণের কথা জানান তিনি।
উল্লেখ্য, আগামী ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপের আসন্ন ধনবাড়ী পৌরসভা নির্বাচন।