১১ মে ২০২১,আজকের মেঘনা ডটকম,
ওসমান গনি,
গজারিয়া প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গজারিয়া ইউনিয়ন পরিষদের গোসাইচর গ্রামে এক হাজার পরিবারের মাঝে ইফতার বিতরন করা হয়। এসময় মহান মুক্তিযুদ্ধে চারশত শহীদ পরিবারে ঈদ উপহার হিসেবে জামা কাপড় (শাড়ী, লুঙ্গি, শার্ট, টি-শার্ট) বিতরন করা হয়।
গজারিয়া উপজেলা শহীদ পরিবার সংঘের সভাপতি ও গজারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মহিউদ্দিন ঠাকুরের ব্যাক্তিগত অর্থায়নে আসন্ন ঈদুল-ফিতর উপলক্ষে এই ইউনিয়নে শহীদ পরিবারের মাঝে আনন্দ ভাগাভাগি করা প্রয়াসে কর্মসূচি আয়োজন করা হয়েছে বলে জানান মহিউদ্দিন ঠাকুর।
অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক আমিরুল ইসলাম, উপজেলা নিবার্হী অফিসার জিয়াউল ইসলাম চৌধুরি, গজারিয়া থানার অফিসার ইনচার্জ রইচ উদ্দিন সহ প্রমুখ।