১২ মে,২০২১,আজকের মেঘনা ডটকম,
শেখ মাজহারুল ইসলাম সোহান, টাঙ্গাইলঃ
টাঙ্গাইলের ভুঞাপুরে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে ১ স্কুল ছাত্রের নিহতের ঘটনা ঘটেছে।
বুধবার (১২ মে) দুপুরে উপজেলার কষ্টাপাড়া এলাকায়় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত জয় ভুঞাপুরে উপজেলার গোবিন্দাসী গ্রামের ছানোয়ার হোসেন ছানু তালুকদারের ছেলে জয় তালুকদার(১৫) এবং গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।
ঘটনার সূত্রে জানা যায়, ঘটনার দিন তিন বন্ধু মিলে গোবিন্দাসী থেকে মোটরসাইকেল যোগে বঙ্গবন্ধু সেতুর দিকে যাচ্ছিল। কষ্টাপাড়া নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী করতোয়া পরিবহন নামে একটি বাসের সাথে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলকের পিছনে বসা জয় মহাসড়কে ছিটকে পড়েন।
এতে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। পরক্ষণে ধাক্কা দেওয়া ঘাতক বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি গাছের সাথে লাগিয়ে দেয়। বাসটি আটক করা হলেও চালক পালিয়ে যায়।
ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ আব্দুল ওহাব জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। এ ঘটনায় এখনো পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি এবং নিহতের পরিবারের বিনা ময়নাতদন্তের আবেদনের প্রেক্ষিতে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় কোন অভিযোগ আসলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।