১৭ মে ২০২১,আজকের মেঘনা ডটকম,
ওসমান গনি,
গজারিয়া প্রতিনিধিঃ মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলায় ভবেরচর ইউনিয়নের আনারপুরা গ্রামের সাবেক র্যাব সদস্যের বাড়ির ভাড়াটিয়ার ঘর থেকে ডাকাতির মালামাল উদ্ধার।আটক করা হয়েছে একজনকে।
আজ রবিবার সকাল ৬ঘটিকার গাজীপুর জেলার কালিয়াকৈর থানার ডাকাতি মামলার আসামীর স্বীকারোক্তি ও গজারিয়া থানার পুলিশের সহযোগিতায় প্রায় ৫২টি বড় ব্যাটারি ও ২ টন তামার তার উদ্ধারসহ একজনকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের মূল্য প্রায় ১০ লক্ষ টাকা।
আটককৃত হলেন মোঃ শাহীন (৩০) পিতা: মনু মিয়া সাং আনারপুরা বলে জানা গেছে।
কালিয়াকৈর থানার এসআই ভজন চন্দ্র দাস ও সঙ্গীয় ফোর্স নিয়ে ভবেরচর ইউনিয়নের আনারপুরা গ্রামের সাবেক র্যাব সদস্যপ মোঃখোকন মিয়ার ভাড়াটিয়া শাহীন এর দোচালা ঘর হতে এই ডাকাতি মামলার মালামাল উদ্ধার করে।
জানা যায়,গজারিয়া থানা হতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে উদ্ধারকৃত মালামালসহ আসামি কালিয়াকৈর থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে গজারিয়া থানা পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করে।