১ জুন ২০২১,আজকের মেঘনা ডটকম,
ওসমান গনি, গজারিয়া প্রতিনিধিঃ মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় ভবেরচর ইউনিয়নের জাইকা প্রকল্পের অর্থায়নে ভবেরচর চরপাথালিয়া সমবায় সমিতি মাধ্যমে ভবেরচর ইউনিয়নের ১২ কিলোমিটার দৈর্ঘ্য ১০/১২ ফুট প্রস্হ ৪ ফুট ডিপ একটি খাল খনন প্রকল্প শেষ হয়েছে ।
সরেজমিনে দেখা যায় ভবেরচর ইউনিয়ন এলাকায় কয়েক হাজার বিঘা ফসলি জমিতে পানির অভাব ও কোনো কোনো সময় জমে থাকা পানির কারনে এলাকায় কৃষি কাজের অনেক ক্ষতি হতো। সেচ সুবিদা ও কৃষিতে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে জাইকার অর্থায়নে ভবেরচর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সাইদ মোঃ লিটনের চেষ্টায় দীর্ঘদিনের মরা খালটি খননের ফলে এখন এই মরা খালগুলো নতুনভাবে পানির ব্যবস্থা হলো এবং এ-ই দীর্ঘ ১২/১৩ কিলোমিটার মরাখাল পুনরায় খননের মাধ্যমে শ্রীনগর , কাউনিয়া কান্দি , আলি পুরা , পৈক্ষারপার সহ এই ইউনিয়নের প্রাকৃতিক সুবিধা ও ফসলি জমিতে সেচ সুবিধা হলো। এলাকার কৃষক ও জনসাধারণ খাল কাটার বিষয়ে জানতে চাইলে তারা (সংবাদ কর্মী ) আমাদের সাথে খাল কাটার বিষয়ে এ-ই এলাকার দীর্ঘদিনের সেচ সুবিধার সমস্যা সমাধান হাওয়ায় তারা খুশি তবে ভবিষ্যতে যাহাতে খাল দখল ও শিল্প কারখানার ময়লা আবর্জনা খালের ভিতরে ঢুকে খালের পানি নষ্ট না হয় সেই দিকে খেয়াল রাখার জন্য অনুরোধ করে । আলিপুরা গ্রামের বৃদ্ধ মহিলা (৮০) পারুয়া বেগম বলেন এ-ই এলাকার দীর্ঘ দিনের পানির হাহাকার থেকে আমরা মুক্তি পাইলাম চেয়ারম্যান এবং যাহারা এ-ই কাজ করছে তাদের জন্য দোয়া করি । খাল কাটা কর্মসূচির বিষয়ে ভবেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন আমার বলার কিছুই নেই আপনারা সরেজমিনে খাল খননে উপকারিতা সম্পর্কে এলাকার সাধারণ জনগণের সাথে কথা বললেই বুজতে পারবেন তাদের অনুভূতির কথা। তিনি এই এলাকার জনগণের প্রায় ৪০ বছর পর নদী ও খালের পানি ব্যবহারের সুবিধা ও ফসলি জমিতে কৃষি কাজের সেচ সুবিধার বিষয়টিকে গুরুত্ব দিয়ে এলাকার কৃষি জমিতে কাঙ্ক্ষিত ফসল উৎপাদন , হাসের খামার এবং মাছ চাষসহ বিভিন্ন উন্নয়নের বিষয়টিকে প্রধান্য দিয়ে খাল খনন প্রকল্পটি বাস্তবায়নে মাননীয় এমপি মৃণাল কান্তি দাস,উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম ও ইঞ্জিঃ মামুনুর রশীদ তাদের সহযোগিতায় ভবেরচর – চরপাথালিয়া উপ প্রকল্পের খাল পূন খনন কর্মসূচি দ্রুত শেষ হয়েছে বলে জানান ।