১১ জুন ২০২১, আজকের মেঘনা. কম, এম ডি ওসমান, গজারিয়া প্রতিনিধি : গজারিয়া উপজেলায় ৬ মামলার আসামি টেংগারচর ইউনিয়নের আলোচিত রুবেলের হাতের কব্জি কেটে আনন্দ উল্যাস করার ঘটনায় আব্দুল কাদিরকে গ্রেফতার করেছে গজারিয়া থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামি মোঃ আব্দুল কাদির (২২), সে বৈদ্দারগাও গ্রামের আব্দুল আজিজ খানের ছেলে।
দীর্ঘদিন পলাতক থাকার পর বৃহস্পতিবার সকাল ৯ টায় গোপন সংবাদের বিত্তিতে গজারিয়া থানার ইন্সপেক্টর অপারেশন মোঃ মোক্তার হোসেনর নেতৃত্বে এস আই কামরুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স নিয়ে নারায়নগঞ্জের ডি আই টি মার্কেট এলাকায় অভিযান চালিয়ে আলোচিত সেই আসামি কাদির কে আটক করে।
এ বিষয়ে গজারিয়া থানার ইন্সপেক্টর অপারেশন মোঃ মোক্তার হোসেন জানান, আসামি কাদিরের বিরুদ্ধে গজারিয়া থানায় একাধিক মামলা রয়েছে।
গজারিয়া থানা সুত্রে জানা যায়, টেংগারচর ইউনিয়নের বৈদ্দারগাও গ্রামের আলোচিত রুবেলের হাতের কব্জি কেটে আনন্দ উল্লাস করেছি। সেই ঘটনায় গজারিয়া থানায় মামলা হয়।
১৩ সেপ্টেম্বর ২০২০ সালে মামলা হয়।
তবে আশচর্যের বিষয় হলো গতি ৯ মাসেও সেই রুবেল এর হাতের কাটা কব্জি উদ্ধার করতে পারেনি থানা পুলিশ।
তবে সন্ত্রাসী কাদির এলাকায় ত্রাস তার গ্রেফতারের খবরটি এলাকায় ছড়িয়ে পরলে,
সাধারণ মানুষের মনে শান্তি ফিরে এসেছেন