১১ জুন ২০২১, আজকের মেঘনা. কম,
ওসমান গনি,
গজারিয়া প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়ন আব্দুল্লাপুর গ্রামের মোহাম্মদ আলীর একমাত্র ছেলে মোঃ ওমর ফারুক ওরফে শাহজালাল (২৮) ৬ দিন ধরে খোঁজ পায়নি তার পরিবার।
মোঃওমর ফারুকের পরিবার জানান ওমর ফারুক ঢাকা একটি কোম্পানিতে চাকরি করে। ২ দিনের ছুটিতে এসে আবার(৫ জুন) শনিবার বাসা থেকে বের হয়ে যায় রবিবার থেকে তার সাথে যোগাযোগ করা হলে তা সম্ভব হয়নি। রবিবার থেকে আর কোন খোঁজ খবর পাওয়া যাচ্ছেনা।
তার ভগ্নিপতি মোঃরাসেল জানান, যে আমরা আমাদের আত্মীয় স্বজনের মাধ্যমে খোজাখুজি করতেছি এবং তিনি যে যে প্রতিষ্ঠান কর্মরত ছিলেন সেখানে ও খবর নিয়েছি কিন্তু তার কোনো সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না।
যদি কোন ব্যক্তি ওমর ফারুককের সন্ধান পেয়ে থাকেন তাহলে তার নিচের নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।
01862706841
01947928900