• মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৩:৩৬ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় প্রকাশ্যে শিশুসহ তিনজনকে গুলি করে হত্যা

ডেস্ক রিপোর্ট / ১৮৩ বার পঠিত
আপডেট টাইম : রবিবার, ১৩ জুন, ২০২১

১৩ জুন ২০২১, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ

কুষ্টিয়ায় প্রকাশ্যে তিনজনকে গুলি করে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) সৌমেন মিত্রকে আটক করা হয়েছে।

রোববার (১৩ জুন) বেলা ১১টায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের ম.আবদুর রহিম সড়কের (পিটিআই রোড) কাস্টমস মোড়ের ডা. আজাদুর রহমানের চারতলা ভবনের নিচতলার মার্কেটের মধ্যে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সৎ বাবাকে প্রথমে মা ও পরে মায়ের বন্ধুর মাথায় গুলি করতে দেখে দৌড়ে পালানোর চেষ্টা করছিলো সাত বছরের ছোট্ট রবিন। কিন্তু সে চেষ্টা ব্যর্থ হলো, ছোঁ মেরে তাকেও ধরে ফেলেন সৎ বাবা, শিশুটির ভয়ার্ত চিৎকার উপেক্ষা করে সোজা মাথায় গুলি করেন তিনি। কয়েক মিনিটের মধ্যে এভাবেই ঝরে গেল তরতাজা তিনটি প্রাণ।

নিহতরা হলেন- সৌমেনের দ্বিতীয় স্ত্রী আসমা আক্তার (২৫), আসমার আগের ঘরের সন্তান রবিন (৫) এবং শাকিল (২৮) নামে আরেকজন।

রাস্তার বিপরীত পাশের চা দোকানি বলেন, হঠাৎ গুলির শব্দ শুনে তাকিয়ে দেখি, মার্কেটের ভেতর থেকে একটা ছোট্ট শিশু ছুটে বের হলো, ওর পেছনে পিস্তল ধরা লোকটি ছুটে এসে শিশুটিকে ধরে অস্ত্র ঠেকিয়ে গুলি করলো। তখনই শিশুটি মাটিতে পড়ে যায়। প্রকাশ্যে শিশুটিকে যেভাবে গুলি করলো, তাতে মনে হলো কতোই না রাগ বাচ্চাটার ওপর।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল তখন ১১টা। কুষ্টিয়ার কাস্টমস মোড়ের মার্কেটে সামনে ছেলে রবিনকে নিয়ে দাঁড়িয়ে ছিলেন কুমারখালীর নাটুরিয়া গ্রামের আসমা (৩৪)। তাদের সঙ্গে ছিলেন একই এলাকার শাকিল খানও (২৮)।

এমন সময় আকস্মিকভাবে সেখানে আসেন খুলনার ফুলতলা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সৌমেন কুমার। তিনি আসমার বর্তমান স্বামী। এসেই তিনি প্রথমে আসমার মাথায় গুলি করেন। এরপর গুলি করেন শাকিলের মাথায়। এসময় ভয়ে আসমার ছেলে রবিন দৌড়ে পালাতে গেলে তাকেও ধরে মাথায় গুলি করেন সৌমেন। এমন লোমহর্ষক ও নাটকীয় ঘটনা দেখে ছুটে আসেন আশপাশের লোকজন। চেষ্টা করেন সৌমেনকে ধরার। এসময় সৌমেন দৌড়ে তিনতলা ওই ভবনের ভেতরে ঢুকে পড়েন। সেখান থেকে তাকে ধরে পুলিশে দেন স্থানীয় জনতা।

এদিকে, গুলিবিদ্ধ তিনজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক আসমাকে মৃত ঘোষণা করেন। আর শাকিল ও রবিনের মৃত্যু হয় অপারেশন থিয়েটারে।

আসমার সাবেক স্বামীর নাম রুবেল। রবিন তাদের ছেলে। বছর দেড়েক আগে আসমা ও সৌমেনের বিয়ে হয়। ছেলেকে নিয়ে কুষ্টিয়া শহরে ভাড়া বাসায় থাকতেন। এখানকারই মোবাইল ব্যাংকিং এর এজেন্ট শাকিলের সঙ্গে ফোনে কথা হতো আসমার। এ নিয়ে দ্বন্দ্বের জেরে সৌমেন এমনটা করেছেন বলে ধারণা করছে পুলিশ।

শাকিলের সঙ্গে ফোনে কথা বলার বিষয়টি পুলিশকে জানিয়েছেন আসমার মা হাসিনা খাতুন।

কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) খায়রুল আলম সাংবাদিকদের জানান, শাকিলের সঙ্গে আসমার বিয়ে-বহির্ভূত সম্পর্কের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। হত্যায় ব্যবহৃত পিস্তলটি জব্দ করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

পুরাতন সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১