• বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ০৩:২৯ অপরাহ্ন

স্ত্রীকে ফিরে পেতে শ্যালিকাকে অপহরণ!

ডেস্ক রিপোর্ট / ১৮৪ বার পঠিত
আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
গুলি করে টাকা ছিনতাই purboposhchimbd Most Popular Online Newspaper in Bangladesh

১৫ জুন ২০২১, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্ত্রীকে ফিরে পেতে শ্যালিকাকে অপহরণের অভিযোগ উঠেছে বিল্লাল হোসেন (২৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় সোমবার (১৪ জুন) রাতে অভিযুক্ত ব্যক্তির শ্বশুর মোহাম্মদ হোসেন সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

পরে রাতেই অভিযুক্তকে রাজধানীর মানিকনগর থেকে গ্রেপ্তার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। এসময় তার শ্যালিকাকেও উদ্ধার করা হয়।

বিল্লাল হোসেন মুন্সিগঞ্জের গজারিয়ার উড়ারচর এলাকার খোকন মিয়ার ছেলে।

জানা যায়, এক বছর আগে বিল্লালের সঙ্গে মোহাম্মদ হোসেনের বড় মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী- স্ত্রীর মধ্যে ঝগড়া চলে আসছিলো। এক পর্যায়ে গত ৬ মাস আগে বিল্লালের স্ত্রী তার বাবার বাড়িতে (রসুলবাগ এলাকা) চলে যায়। সেই থেকে স্ত্রীকে ফেরানোর জন্য প্রায়ই হুমকি দিতেন বিল্লাল।

মেয়ের বাবা মোহাম্মদ হোসেনে জানান, বিয়ের পর জানতে পারি বিল্লাল মাদকাসক্ত। সে নিয়মিত আমার মেয়েকে মারধর করতো। আমার বাসায় মেয়েকে নিয়ে আসার পর প্রায়ই তার বাড়িতে ফিরে যেতে হুমকি দিতো। আমার বড় মেয়ে বিল্লালের বাড়িতে না ফেরায় শনিবার (১২ জুন) সে আমার ছোট মেয়েকে অপহরণ করে। আমার বড় মেয়ে যদি তার বাড়িতে না ফেরে তাহলে ছোট মেয়েকে হত্যা করবে বলে হুমকি দিয়েছে বিল্লাল।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, বিল্লালকে গ্রেপ্তার করে আদালত পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

পুরাতন সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১