১৭ জুন ২০২১, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ
মায়ের সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বের হয়ে যান মোছা. আঁখি আক্তার (২০)। এরপর আর ফিরে আসেননি। গত ছয় মাস ধরেই মেয়েকে খুঁজে চলেছেন পুলিশ কনস্টেবল বাবা।
আঁখি ময়মনসিংহের আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজের ছাত্রী। এ বছর তার এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা।
এ বিষয়ে ময়মনসিংহের গফরগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর-১১৭০, ৩০ ডিসেম্বর, ২০২০।
জিডিতে বলা হয়, আঁখির উচ্চতা পাঁচ ফুট এক ইঞ্চি, গায়ের রং ফরসা, মুখমণ্ডল লম্বাকৃতি। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল কালো ও খয়েরি রঙের সালোয়ার–কামিজ এবং সাদাকালো বোরকা।
কেউ সন্ধান পেলে গফরগাঁও থানায় বা মাদারগঞ্জ থানায় আঁখির বাবা আবু তাহরের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
আঁখির বাবা পুলিশের কনস্টেবল মো. আবু তাহের জামালপুর জেলার মাদারগঞ্জ থানায় কর্মরত। তিনি জানান, ছয় মাস ধরে দেশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও মেয়ের সন্ধান পাননি তিনি।