• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৮ পূর্বাহ্ন

চট্টগ্রামে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী বার্মা সাইফুল গ্রেপ্তার

রিপোর্টার : / ২২০ বার পঠিত
আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

১৭ জুন ২০২১, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ

চট্টগ্রাম নগরীর শীর্ষ সন্ত্রাসী ১৮ মামলার আসামি সাইফুল ইসলাম প্রকাশ বার্মা সাইফুলকে (৩২)  গ্রেপ্তার করেছে পুলিশ।

নগরীর বায়েজিদ লিংক রোডের এশিয়ান ইউনিভার্সিটি গেইট এলাকায় পুলিশের সঙ্গে গোলাগুলির পর আহত অবস্থায় অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়।

 

বৃহস্পতিবার (১৭ জুন) দুপুর সাড়ে ১২টায় এক প্রেস ব্রিফিং এসব তথ্য  নিশ্চিত করেছেন নগর পুলিশের উত্তর বিভাগে অতিরিক্ত উপ-কমিশনার আবু বকর সিদ্দিক।

অতিরিক্ত উপ-কমিশনার আবু বকর সিদ্দিক জানান, শীর্ষ সন্ত্রাসী বার্মা সাইফুলকে গ্রেপ্তার করতে পুলিশ দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছিলো। বুধবার গভীর রাতে তার অবস্থান নিশ্চিত হয়ে বায়েজিদ লিংক রোডে অভিযান পরিচালনা করা হয়। এই এশিয়ান হাইওয়ে লিংক রোডে অবস্থিত এশিয়া ওমেন ইউনিভার্সিটির গেইটের দক্ষিণ পশ্চিম দিকে পুলিশের অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযানের সময় সন্ত্রাসী বার্মা সাইফুল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশ পাল্টা গুলি ছুড়লে গোলাগুলির সময় গুলিবিদ্ধ হয়ে আহত অবস্থায় বার্মা সাইফুলকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। এই ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছে। তার কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, ৬ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

পুরাতন সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১