• শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৫:৪১ পূর্বাহ্ন

সিলেট-৩ আসনের উপনির্বাচনে মনোনয়ন বৈধ যাদের

রিপোর্টার : / ২১৫ বার পঠিত
আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

১৭ জুন ২০২১, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ

সিলেট-৩ আসনের উপনির্বাচনে চারজনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। দাখিল হওয়া মনোনয়নে ভোটারদের তথ্য যথাযথ না পাওয়ায় দু’জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে নির্বাচন কর্মকর্তা ইসরাইল হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিক, স্বতন্ত্র হিসেবে বিএনপির কেন্দ্রীয় সদস্য সাবেক সংসদ সদস্য শফি আহমেদ চৌধুরী ও জুনায়েদ মোহাম্মদ মিয়ার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এছাড়া শেখ জাহেদুর রহমান মাসুম, ফাহমিদা হোসেন রুমার প্রার্থিতা বাতিল করা হয়। দুই জনের মনোনয়ন বাতিল হলেও তারা প্রার্থিতা ফিরে পেতে আপিল করতে পারবেন। তিনি আরো জানান, শেখ জাহেদুর রহমান মাসুম নামের এক প্রার্থী মনোনয়নপত্রে মোট ভোটারের এক শতাংশ ভোটারের কোনও তথ্য দেননি। আর মহিলা প্রার্থী ফাহমিদা হোসেন রুমার দাখিলকৃত মনোনয়নপত্রে মোট ভোটারের এক শতাংশ ভোটারের তথ্য দিলেও তা যাচাই-বাছাই করে সঠিক না পাওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে। তফসিল অনুযায়ী আগামী ২৪ জুন প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এরপর ২৮ জুলাই হবে ভোটগ্রহণের কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

পুরাতন সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১