• শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৪:১৬ পূর্বাহ্ন

ফরিদপুরে করোনায় ৬ জনের মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি / ২০১ বার পঠিত
আপডেট টাইম : শনিবার, ১৯ জুন, ২০২১

১৯ জুন ২০২১, আজকের মেঘনা. কম, ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৯৯ জন। এ সময় নতুন করে আরো ৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৯ দশমিক ৪৭ শতাংশ।

ফরিদপুর করোনা নিয়ন্ত্রণ কমিটির সদস্য সচিব সিভিল সার্জন ছিদ্দীকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওই ছয়জন ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালের আইসিইতে চিকিৎসাধীন ছিলেন। তাদের মধ্যে পাঁচজন ফরিদপুরের এবং একজন রাজবাড়ীর বাসিন্দা। ফরিদপুরের পাঁচজনের মধ্যে দুইজন নারী এবং তিনজন পুরুষ রয়েছেন।

এরা হলেন- নগরকান্দার কাইচাইল ইউনিয়নের আয়নাল কাজীর স্ত্রী জ্যোৎসা বেগম (৪৫), একই উপজেলার পুরাপাড়া গ্রামের আলাউদ্দিনের স্ত্রী শিরিয়া বেগম (৬৫), বোয়ালমারী উপজেলার আজিজ মোল্লার ছেলে আবুল হোসেন (৭০), ফরিদপুর শহরের ওয়ারলেসপাড়া মহল্লার ওমেদুর রহমানের ছেলে ফজলুর রহমান (৪৮), শহরের ভাটিলক্ষ্মীপুর মহল্লার কাশেম শেখের ছেলে আজিজুর শেখ (৪২) এবং রাজবাড়ীর পাংশা উপজেলার সাত্তার মিয়ার ছেলে আক্তার (৩৫)।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. সাইফুর রহমান জানান, করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ২১ জন করোনা শনাক্ত হয়ে ভর্তি হয়েছেন। শনিবার এ হাসপাতালে ১২৭ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ১৪ জন আইসিইউতে এবং ১১৩ জন করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

ফরিদপুরের সিভিল সার্জন ছিদ্দীকুর রহমান বলেন, পুরোপুরি কঠোর লকডাউন ছাড়া দ্রুত অবনতিশীল পরিস্থিতি সামাল দেওয়া যাবে না। এর জন্য সকলের সহযোগিতা, সদ্বিচ্ছা ও আন্তরিকতা প্রয়োজন।

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেন, আগামী সোমবার সকাল ৬টা থেকে ফরিদপুর, ভাঙ্গা ও বোয়ালমারী পৌরসভা সাত দিনের লকডাউনের আওতায় আনা হবে। তবে লকডাউন কোন পর্যায়ের একং কোন মাত্রার হবে তা অবিলম্বে মাইকিং করে জানিয়ে দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

পুরাতন সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১