• মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৮:৩৪ অপরাহ্ন

বরিশালে ১৯ নেতাকে আ. লীগ থেকে বহিষ্কার

ডেস্ক রিপোর্ট / ১৯১ বার পঠিত
আপডেট টাইম : শনিবার, ১৯ জুন, ২০২১

১৯ জুন ২০২১, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ

বরিশালে আওয়ামী লীগের ১৯ জন নেতা-কর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। শনিবার (১৯ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস।

বহিষ্কৃতদের সঙ্গে কোনো প্রকার যোগাযোগ বা নৌকা বিরোধী কার্যকলাপে লিপ্ত থাকলে তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন- হিজলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পণ্ডিত সাহাবুদ্দিন আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক সরদার, সাংগঠনিক সম্পাদক মাস্টার নাসির উদ্দিন হাওলাদার, একই উপজেলার হরিনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান সিকদার।

মুলাদী উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. সিরাজুল ইসলাম মুন্সি, মুলাদী উপজেলা আওয়ামী লীগের সদস্য মজিবুর রহমান শরিফ, উপজেলা আওয়ামী লীগের নেতা ইঞ্জিয়ার মো. ইউসুফ আলী।

বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. তাজেম আলী হাওলাদার।

বরিশাল সদর উপজেলা আওয়ামী লীগের কাশিপুর ইউনিয়নের সভাপতি মো. নুরুল ইসলাম ও একই উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম (ইতালী শহিল) ।

বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতা, জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক এনায়েত হোসেন পান্না, একই উপজেলার দাড়িয়াল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বাছের আহম্মদ বাচ্চু, গারুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাইনউদ্দিন তালুকদার মিন্টু, কলসকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুস সালাম তালুকদার।

এছাড়া বাবুগঞ্জ উপজেলার ১ নম্বর জাহাঙ্গীর নগর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম মির, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মো. মনির খান, ইসমাইল বেপারী ও একই ইউনিয়নের সেচ্ছাসেবক লীগের সভাপতি আ. রব বেপারী।

বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বহিষ্কৃতরা দলীয় সিদ্ধান্ত অমান্য করে নিবার্চনে অংশগ্রহণ করা, নৌকার বিপক্ষের প্রার্থীকে সমর্থন করাসহ সংগঠন বিরোধী কার্যকলাপে লিপ্ত থাকায় এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা কমিটিগুলোর সুপারিশ অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল জেলা কমিটি তাদের স্ব-স্ব পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

পুরাতন সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১