২০ জুন ২০২১, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ মাদক মামলায় বন্দি ফুল মিয়া (৩৪) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। ফুল মিয়া রংপুরের পীরগাছা থানার বালাহাটি এলাকার ছকু মিয়ার ছেলে। এ কারাগারে তার হাজতি নম্বর-৭৮০/১৭।
রোববার (২০ জুন) দুপুরে অসুস্থ হওয়ার পর তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গাজীপুর মেট্রোপলিটন সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বায়েজিদ জানান, মাদক মামলায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ বন্দি ছিল ফুল মিয়া। দুপুরে তিনি অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ফুল মিয়াকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে জানতে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেল সুপার ও জেলারকে একাধিকবার ফোন দিলেও তারা রিসিভ করেননি। ফুল মিয়ার বিরুদ্ধে মুগদা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে বলে জানা গেছে।