• শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৭:১২ পূর্বাহ্ন

স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগে তিন কিশোরকে আটক

রিপোর্টার : / ২১৮ বার পঠিত
আপডেট টাইম : রবিবার, ২০ জুন, ২০২১

২০ জুন ২০২১, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ

মানিকগঞ্জ সদরে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগে তিন কিশোরকে আটক করেছে মানিকগঞ্জ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৪)। রোববার (২০ জুন) দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন মানিকগঞ্জ র‍্যাব-৪’র কোম্পানি কমান্ডার এএসপি উনু মং।

আটক কিশোররা হলো- পুটাইল ইউনিয়নের লেমুবাড়ি এলাকার মিজানুর রহমানের ছেলে ময়নুল ইসলাম ওরফে জাহিদ (১৪), ভাড়ারিয়া ইউনিয়নের পূর্ব শানবান্দা গ্রামের সোহরাবের ছেলে আরমান (১৪) এবং একই ইউনিয়নের শানবান্দা গ্রামের সোহরাব ইসলামের ছেলে আমিনুল ইসলাম (১৫)।

মানিকগঞ্জ র‍্যাব-৪’র কোম্পানি কমান্ডার এএসপি উনু মং বলেন, স্থানীয় প্রাইমারি স্কুলের ৪র্থ শ্রেণির ওই ছাত্রী গত ১৭ তারিখ বিকেল ৩টার সময় শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে যাওয়ার সময় এলাকার মান্নানের পোলট্রি ফার্মে গণধর্ষণের শিকার হয়। পরের দিন ১৮ তারিখ দুপুর ১টার দিকে এলাকার বখাটে আমিনুল ইসলাম (১৫) ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে দুপুরে তিন কিশোরকে আটক করে র‌্যাব।

এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানাধীন শান বাধা এলাকা থেকে গণধর্ষণের অভিযোগে তিন কিশোরকে আটক করা হয়। স্কুলছাত্রীকে গণধর্ষণের ঘটনায় আটক হওয়া কিশোরদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

পুরাতন সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১