২১ জুন ২০২১, আজকের মেঘনা. কম, ওসমান গনি, গজারিয়া প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জর জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারকে গজারিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয় । সোমবার গজারিয়া উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এই বিদায় ই সংবর্ধনার আয়োজন করা হয়। গজারিয়ায় উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, উপজেলা নির্বাহি অফিসার জিয়াউল ইসলাম চৌধুরী, গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রইছ উদ্দিন, অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকি, খাদিজা আক্তার আখি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা ইয়াসমিন সুলতানা সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, গজারিয়া ইউপি চেয়ারম্যান আবু তালেব ভূইয়া, বাউশিয়া ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান প্রধান, ইমামপুর ইউপি চেয়ারম্যান মনসুর আহ্ম্মদ খান জিন্নাহ, গুয়াগাছিয়া ইউপি চেয়ারম্যান আবুল খায়ের মোহাম্মদ আলী খোকন, হোসেন্দী ইউপি চেয়ারম্যান মোঃ মনিরুল হক মিঠু, ভবেরচর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সাহিদ মোঃ লিটন, বালুয়াকান্দি ইউপি চেয়ারম্যান শহিদুজ্জামান জুয়েল এবং টেংগারচর ইউপি চেয়ারম্যান এস এম সালাউদ্দিন মাস্টার প্রমুখ।