২১ জুন ২০২১, আজকের মেঘনা. কম, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া শহরের পশ্চিম পাইকপাড়া এলাকার একটি ডাস্টবিন থেকে এক নবজাতকের মরদেহ পাওয়া গেছে।
সোমবার (২১ জুন) দুপুর আড়াইটার দিকে ডাস্টবিন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার উপ পরিদর্শক (এসআই) সোহরাব হোসেন বলেন, ডাস্টবিনে পলিথিনে মোড়ানো একটি নবজাতকের মরদেহ দেখে স্থানীয়রা ৯৯৯ নম্বরে কল দেন।
পরে পুলিশ নবজাতকের মরদেহটি উদ্ধার ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠান বলে জানান তিনি।