২১ জুন ২০২১, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ
করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় সোমবার (২১ জুন) সকাল থেকে ঈশ্বরদী-(ফরিদপুর) ভাঙ্গা রেলরুটের আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেন অনির্দিষ্টকালের জন্য চলাচল বন্ধ ঘোষণা করেছে পাকশী বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষ।
সোমবার (২১ জুন) সকালে ঈশ্বরদী জংশন স্টেশন থেকে ভাঙ্গা অভিমুখে যাত্রা করেনি আন্তঃনগর ট্রেনটি। ট্রেনটি সপ্তাহের বৃহস্পতিবার বন্ধ রেখে সপ্তাহের ছয়দিনই চলাচল করতো। সকাল সাড়ে ৯টায় ঈশ্বরদী থেকে ভাঙ্গা অভিমুখে যাত্রা করতো। পরে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে ঈশ্বরদী জংশন স্টেশনে আবার প্রবেশ করতো।
সোমবার (২১ জুন) দুপুরে পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, ওই রেলরুটের বিভিন্ন জায়গায় করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় আজ সোমবার (২১ জুন) সকাল থেকে ঈশ্বরদী-ভাঙ্গা আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনটি চলাচল বাতিল করা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত মধুমতি এক্সপ্রেস ট্রেন এই রুটে চলাচল করবে না।
পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন দফতর থেকে জানা যায়, করোনা সংক্রমণের বিস্তার রোধকল্পে ১১ জুন (শুক্রবার) থেকে রাজশাহী থেকে ঢাকা-রাজশাহীগামী আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস, চিলাহাটি-রাজশাহীগামী তিতুমীর এক্সপ্রেস, রাজশাহী-বীর মুক্তিযোদ্ধা সিরাজুল-রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস, ঢাকা-রাজশাহীগামী বনলতা এক্সপ্রেস, এবং রাজশাহী-ঢালারচর রুটের ঢালারচর এক্সপ্রেস ট্রেন চলাচল সম্পূর্ণ বাতিল করা হয়।
পরবর্তীতে রুট সংক্ষিপ্ত করে (১১ জুন) থেকে ঈশ্বরদী জংশন স্টেশন থেকে রাজশাহী-খুলনা রেলরুটের সাগরদাঁড়ি এক্সপ্রেসটি ঈশ্বরদী-খুলনা-ঈশ্বরদী, রাজশাহী-ভাঙ্গা রেলরুটের মধুমতি এক্সপ্রেসটি ঈশ্বরদী-ভাঙ্গা-ঈশ্বরদী, রাজশাহী-চিলাহাটিগামী রেলরুটের বরেন্দ্র এক্সপ্রেসটি আবদুলপুর-চিলাহাটি এবং রাজশাহী-গোবরাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদী-গোবরা রুটে সঠিক সময়ে চলাচল করছিল।