২১ জুন ২০২১, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ
কিশোরগঞ্জের করিমগঞ্জে ডোবার পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। সোমবার (২১ জুন) দুপুরে উপজেলার গুনধর ইউনিয়নের দক্ষিণ আশতকা-নূরের ভিটা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- ওই গ্রামের আবুল কাশেমের মেয়ে আয়শা আক্তার (১০) ও একই গ্রামের কামাল মিয়ার মেয়ে আশামণি (৯)। নিহত শিশুরা সম্পর্কে চাচাতো বোন।
জানা যায়, দুপুরের দিকে বাড়ির সামনের একটি ডোবায় গোসল করতে যায় আয়শা ও আশামণিসহ কয়েকটি শিশু। পরে গোসল শেষ করে শিশুরা বাড়িতে ফিরে এলেও আয়শা ও আশামণি ফিরে না আসায় বাড়ির লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে ওই ডোবা থেকে শিশু দুইটির ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম।