• বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ০৬:১৮ পূর্বাহ্ন

শ্যালিকার সঙ্গে পরকীয়া, স্ত্রীকে পিটিয়ে হত্যা

ডেস্ক রিপোর্ট / ১৯২ বার পঠিত
আপডেট টাইম : মঙ্গলবার, ২২ জুন, ২০২১

২২ জুন ২০২১, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ

শেরপুরের সদরে শ্যালিকার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে মফিজ উদ্দিনের (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২২ জুন) সকালে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের মুন্সিরচর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

মফিজ উদ্দিন একই এলাকার সোহরাব উদ্দিনের ছেলে।

জানা গেছে, দশ বছর আগে মফিজ উদ্দিনের সঙ্গে একই এলাকার নাসিমা বেগমের বিয়ে হয়। তাদের ঘরে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মফিজ উদ্দিন সম্প্রতি এক শ্যালিকার বিয়েতে গিয়ে আরেক শ্যালিকার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এ নিয়ে পারিবারিক কলহ শুরু হয়। এ কলহের জেরে মঙ্গলবার সকালে মফিজ উদ্দিন নাসিমাকে মারধর করেছে বলে তার স্বজনদের ফোন করে জানায়। সকাল সাড়ে ১০টার দিকে নাসিমার মৃত্যুর খবর পেয়ে পুলিশকে জানায়। পরে পুলিশ মফিজকে আটক করে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ বলেন, নাসিমার গলার বামপাশে কালচে দাগ রয়েছে। সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের ব্যবস্থা ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

পুরাতন সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১