• শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ১১:৫৬ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় টয়লেটে মিললো কিশোরী গৃহকর্মীর লাশ

ডেস্ক রিপোর্ট / ২১৩ বার পঠিত
আপডেট টাইম : মঙ্গলবার, ২২ জুন, ২০২১

২২ জুন ২০২১, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়া শহরের পশ্চিম পাইকপাড়া বোর্ডিং মাঠ এলাকার তিনতলা বাসার টয়লেট থেকে রাহিমা (১২) নামের এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২১ জুন) রাত পৌনে ১২টার দিকে এ লাশ উদ্ধার করা হয়। নিহতের মায়ের অভিযোগ তাকে হত্যা করা হয়েছে।

রাহিমা সিলেট জেলার মৃত গোলাপ রব্বানীর মেয়ে। সে সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের ভাটপাড়ায় মায়ের সঙ্গে নানার বাড়িতে থেকে শহরের পাইকপাড়ার রওশন আলীর বাড়িতে গৃহকর্মীর কাজ করতো।

রাহিমার পরিবারের সদস্যরা জানান, পারিবারিক অভাব-অনটনের কারণে রাহিমা শহরের পাইকপাড়ার রওশন আলীর বাসায় কাজ করত। বছরে দু’বার রাহিমা বাড়িতে আসলেও গত ৬ মাস রওশন আলীর স্ত্রী তাকে বাড়িতে আসতে দেয়নি। রাহিমাকে প্রায়ই তুচ্ছ বিষয় নিয়ে তিনি মারধর করতেন। কয়েকদিন আগে রাহিমাকে মারধর করায় সে রাগ করে নানার বাড়ি মায়ের কাছে চলে যায়। পরে রওশন আলী গিয়ে আবার রাহিমাকে নিয়ে আসেন। সোমবার রাতে তাদের কাছে খবর আসে রাহিমা টয়লেটে আত্মহত্যা করেছে।

রাহিমার মা বলেন, বাসার মালিক রওশন আলীর স্ত্রী রাহিমাকে প্রায়ই মারধর করতো। মারধরের কারণে রাহিমাকে আমি বাড়িতে নিয়ে আসবো বলে রওশন আলীকে জানিয়েছিলাম। এ কারণে রাহিমাকে খুন করে লাশ ঝুলিয়ে রাখে। তিনি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, রাতে লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের রিপোর্টে বোঝা যাবে হত্যা নাকি আত্মহত্যা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

পুরাতন সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১