• শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০২:৪২ অপরাহ্ন

বান্দরবা‌নে ‘নও মুসলিম’ হত্যা বিচার চাইলো ইমাম সমাজ

বান্দরবান প্রতি‌নি‌ধি / ১৯৮ বার পঠিত
আপডেট টাইম : বুধবার, ২৩ জুন, ২০২১

২৩ জুন ২০২১, আজকের মেঘনা. কম, বান্দরবান প্রতি‌নি‌ধি:

বান্দরবা‌নের রোয়াংছড়ির তুলাছ‌ড়ির রায়চন্দ্র পাড়া জা‌মে মস‌জি‌দের ইমাম নও মুস‌লিম ওমর ফারুক‌কে ব্রাশ ফায়ারে হত্যার বিচার দাবি করেছে জেলা ইমাম সমাজ। বুধবার (২৩জুন) সকালে বান্দরবান প্রেস ক্লা‌বের সাম‌নে ইমামদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়।

বক্তারা ব‌লেন, রোয়াংছড়িতে পাহাড়ি সন্ত্রাসীরা নও মুস‌লিম ও মস‌জি‌দের ইমাম ওমর ফারুক ত্রিপুরাকে গু‌লি ক‌রে হত্যা ক‌রে। তবে প্রশাসন এখনও সন্ত্রাসীদের বি‌রুদ্ধে কোনো ব্যবস্থা নি‌তে পা‌রেনি। এ ঘটনার সুষ্ঠু বিচার না হ‌লে বান্দরবা‌নের কোনও ইমা‌মের জা‌নের নিরাপত্তা থাক‌বে না। ওমর ফারুকের অপরাধ তি‌নি ত্রিপুরা সম্প্রদায় থে‌কে মুসলমান হ‌য়ে‌ছেন। এ সময় তারা পাহাড়ি সন্ত্রাসী‌দের চি‌হ্নিত ক‌রে গ্রেফতার ক‌রে দৃষ্টান্তমূলক শা‌স্তির দাবি জানান। তা না হলে ক‌ঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। এতে বান্দরবান জেলা ইমাম সমাজের প‌ক্ষে কেন্দ্রীয় জা‌মে মস‌জি‌দের খ‌তিব আলহাজ্ব মো. আলাউ‌দ্দিন ইমামী, বাজার শাহী জা‌মে মস‌জি‌দের খ‌তিব আলহাজ্ব মাওলানা এহছানুল হক আল মুঈনসহ বি‌ভিন্ন মস‌জিদের ইমাম, মুয়া‌জ্জেমসহ মুসু‌ল্লিরা উপ‌স্থিত ছি‌লেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

পুরাতন সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১