২৩ জুন ২০২১, আজকের মেঘনা. কম, শেখ মাজহারুল ইসলাম সোহান, টাঙ্গাইলঃ
করোনা ভাইরাসের বিস্তার রোধে টাঙ্গাইলের সদর পৌরসভা ও কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভায় ৭ দিনের জন্য কঠোর বিধিনিষেধের ২য় দিনে লকডাউন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (২৩ জুন)বেলা ১১ টার দিকে টাঙ্গাইল সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলামের নেতৃত্বে পৌর এলাকার নিরালা মোড়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা হয়।
অভিযান পরিচালনাকালে নিষেধাজ্ঞা অমান্য করার অপরাধে প্রাইভেট কার ও মোটরসাইকেল আরোহীসহ ৮ জনকে সর্বমোট ৪ হাজার একশত টাকা জরিমানা আরোপ করা হয়।এসময় আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট খাইরুল ইসলাম বলেন,করোনাভাইরাস মোকাবেলায় লকডাউনের কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।