২৩ জুন ২০২১, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ
ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের চুনকুটিয়া মাঠ এলাকায় মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশিয় অস্ত্রসহ ডাকাত দলের ৫ সদস্যকে আটক করেছে র্যাব-১০।
আটককৃতরা হলো- রনি (২৮), কোরবান (২৫), রিপন (২৫), রতন (৩৩) ও আকাশ (২৭)। তাদের কাছ থেকে ১টি রামদা, ২টি সুইচ গিয়ার চাকু, ২টি চাকু ও ৪টি মোবাইল ফোনসেট জব্দ করা হয়েছে।
বুধবার র্যাব-১০ এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আটকরা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। তারা বেশ কিছুদিন ধরে দক্ষিণ কেরাণীগঞ্জসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় দেশিয় অস্ত্রের ভয় দেখিয়ে ডাকতি করছিলো। এছাড়া তারা সংঘবদ্ধভাবে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের বিভিন্ন এলাকায় বিভিন্ন সময়ে যানবাহন থামিয়ে দেশিয় অস্ত্রের ভয় দেখিয়ে ডাকতি করে সেখান থেকে দ্রুত পালিয়ে যেত বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে র্যাব।
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ডাকাতি প্রস্তুতির মামলা দায়ের করা হয়েছে।