• শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০২:৫৫ অপরাহ্ন

গজারিয়ায় পলি ক্যাবল ইন্ডাস্ট্রিজে এক নির্মাণ শ্রমিকের অপমৃত্যু

ওসমান গনি, গজারিয়া প্রতিনিধি / ১৯০ বার পঠিত
আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১

২৪ জুন ২০২১, আজকের মেঘনা. কম, ওসমান গনি গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন ভিটিকান্দি আনারপুরা এলাকায় অবস্থিত পলি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লি. ভিতরে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎতায়িত হয়ে এক শ্রমিকের অপমৃত্যুর খবর পাওয়া গেছে। খোঁজ নিয়ে জানা যায় নিহত শ্রমিক জাহিদুল ইসলাম (১৮) ঝিনাইদহ জেলা মেহেরপুর উপজেলা মথুরানগর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। আজ ২৪ জুন বৃহঃস্পতিবার দুপুরে পলি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ভিতরে নির্মাণাধীন ভবনে কর্মরত অবস্থায় এই অপমৃত্যুর ঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শক গজারিয়া থানার এস.আই মাইন উদ্দিন জানান নিহত শ্রমিকের সহকর্মীদের মতামত প্রকাশে জানা যায় কর্মরত অবস্থায় ইলেকট্রিক শকে অপমৃত্যুর ঘটনা ঘটেছে বলে ধারণা করা হয়। এবিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) তানভীর হাসান বলেন লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হবে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।No description available.

এই ঘটনায় সঠিক তদন্ত চলছে, তদন্ত স্বাপেক্ষ ব্যবস্থা নেওয়া হবে। সরেজমিনে দূর্ঘটনাস্থল পলি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লি. পরিদর্শন করতে গেলে প্রবেশ গেটে নিরাপত্তাকর্মী বলেন সাংবাদিকদের প্রবেশাধিকার অনুমতি নেই। সাংবাদিক প্রবেশ গেটে অবস্থান কালে কোন কোম্পানীর শ্রমিকদেরকে বাহিরে বের হতে দেওয়া হয়নি ফলে সহকর্মিদের তাদের বক্তব্য পাওয়া যায়নি। পলি ক্যাবল ইন্ডাস্ট্রিজ প্রশাসনিক কর্মকর্তা আলমগীর হোসেন মুঠোফোনে বলেন নিহত শ্রমিক আমাদের কোম্পানির আওতাভুক্ত কর্মচারি না। কোম্পানীর একটি নির্মাণাধীন ভবনের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের নির্মাণ শ্রমিক নিহত জাহিদুল ইসলাম। ঠিকাদার প্রতিষ্ঠানের নাম ও অপমৃত্যু এবং শ্রমিক নিরাপত্তাহীন অবস্থায় কাজ করার প্রসঙ্গে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

পুরাতন সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১