২৪ জুন ২০২১, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ
নওগাঁর মান্দায় ট্রাকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দু’জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে উপজেলার সতিহাট পঞ্চমিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ট্রাকচালক মাসুদ রানা (২৮) ও তার সহযোগী (হেলপার) ওমর রাসেল (২০)। এদের এক জনের বাড়ি রাজশাহী এবং আরেকজনের বাড়ি নোয়াখালী জেলায়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, দুপুরে মুরগিবাহী একটি মিনিট্রাক নওগাঁ থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল। পথে সতিহাট পঞ্চমিতলা এলাকায় যাত্রীবাহী একটি বাসের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক ও তার সহযোগী নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দু’টি উদ্ধার করেছে।
তবে এ ঘটনায় বাসের কোনো যাত্রী হতাহত হয়নি বলে জানান তিনি।