২৬ জুন ২০২১, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ
অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে শরীয়তপুরে পদ্মাসেতু এলাকা থেকে রূপসা রায় (৪০) নামে আরো এক ভারতীয় নাগরিকে আটক করা হয়েছে। তিনি গুজরাটের বাসিন্দা বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।
শুক্রবার রাতে সেনাবাহিনীর ৯৯ কম্পোজিট বিগ্রেডের অধীনে দায়িত্বপ্রাপ্ত ২৮ ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্যরা পদ্মা সেতুর টোল প্লাজার কাছে জাজিরা উপজেলার নাওডোবা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন।
এ তথ্য নিশ্চিত করে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, জাজিরা থানায় তার বিরুদ্ধে ১৯৫২ সালের বাংলাদেশ কন্ট্রোল অফ এন্ট্রি অ্যাক্ট আইনে মামলা করা হয়েছে। গতকাল রাতে পদ্মা সেতুর টোল প্লাজা সংলগ্ন ৯৯ কম্পোজিট বিগ্রেড এলাকার কাছে তিনি সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করছিলেন। সেসময় টহলরত সেনা সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করেন। তিনি হিন্দি ভাষায় কথা বলছিলেন। তার ভাষা ও চালচলন সন্দেহজনক হওয়ায় সেনাবাহিনীর সদস্যরা তাকে আটক করে জাজিরা থানায় হস্তান্তর করেন।
তিনি আরো জানান, ওই ভারতীয় নাগরিক বাংলাদেশে প্রবেশের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। জাজিরা থানায় তার বিরুদ্ধে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে মামলা করা হয়েছে।
এর আগে বুধবার রাতে বিজয় কুমার রায় (৪২) নামে একজন ভারতীয় অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হয়। তিনি ভারতের বিহার রাজ্যের বাসিন্দা। জাজিরা থানায় মামলার পর তাকে শরীয়তপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।