২৬ জুন ২০২১, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ
পটুয়াখালীর বাউফলে রুনা আক্তার (৩০) নামে এক মানবপাচারকারী দলের সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৬ জুন) সকাল ৭টায় উপজেলার কাছিপাড়া ইউনিয়নের মান্দারবন গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
রুনা একই ইউনিয়নের কারখানা গ্রামের আনোয়ার চৌকিদারের মেয়ে।
জানা যায়, রুনা একটি সংঘবদ্ধ মানবপাচারকারী দলের সদস্য। তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে নারীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিদেশে পাচার করতেন। রুনা আক্তার রাজধানীর পল্টন থানায় মানবপাচার মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন তিনি।
বাউফল থানার ওসি আল মামুন বলেন, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার সকাল ৭টার দিকে এসআই শামীম হাওলাদারের নেতৃত্বে একদল নারী পুলিশসহ রুনাকে তার মামার বাড়ি থেকে গ্রেপ্তার করে।