• রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৫ পূর্বাহ্ন

লকডাউনে ফিতা কেটে পশুর হাট উদ্বোধন করলেন ভাইস চেয়ারম্যান

ডেস্ক রিপোর্ট / ২০৪ বার পঠিত
আপডেট টাইম : সোমবার, ২৮ জুন, ২০২১

২৮ জুন ২০২১, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ

করোনার নতুন প্রকোপ শুরু হওয়ায় লকডাউনে এবার কড়াকড়ি বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তবে এর মধ্যেে আনুষ্ঠানিকভাবে পশুর হাট উদ্বোধন করলেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক।

সোমবার (২৮ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার জিনোদপুর ইউনিয়নের জিনোদপুরে এ পশুর হাট উদ্বোধন করা হয়। সরকার ঘোষিত বিধিনিষেধ উপেক্ষা করে আনুষ্ঠানিকভাবে পশুর হাট উদ্বোধন করায় সমালোচনার মুখে পড়েছেন উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক।

তিনি বলেন, পশুর হাট উদ্বোধনের জন্য আজকের তারিখ নির্ধারিত ছিলো। স্বাস্থ্যবিধি মেনে দুপুরে হাটটি উদ্বোধন করা হয়েছে। ছোট পরিসরে অনুষ্ঠানটি করা হয়েছে।

আনুষ্ঠানিকভাবে পশুর হাট উদ্বোধন করতে নিষেধাজ্ঞা ছিলো বলে জানিয়েছেন নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ।

নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একরামুল সিদ্দিক বলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কোনো বাজার উদ্বোধন করতে পারেন না। উনার সেই ক্ষমতা নেই। আমি বিষয়টি খোঁজ নিচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

পুরাতন সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১