২৮ জুন ২০২১, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ
গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক পোশাক শ্রমিককে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৭ জুন) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।
গ্রেফতার ব্যক্তির নাম সাগর শেখ (৩০)। তিনি রাজবাড়ী সদর উপজেলার লক্ষী নারায়নপুর গ্রামের কলিম উদ্দিন শেখের ছেলে। এ ঘটনায় করা মামলার অন্য আসামিরা হলেন-সাগর শেখের সহযোগি নাজমুল ও বাবু এবং আনোয়ারা বেগম আনু (৪০)।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মামলার নথি থেকে জানা যায়, ভুক্তভোগী ওই নারী উপজেলার তেলিহাটি ইউনিয়নে একটি পোশাক কারাখানায় কাজ করেন। প্রায় তিন মাস আগে সাতক্ষীরা থেকে আসার সময় আসামি সাগরের সঙ্গে বাসে তার পরিচয় হয়। কথাবার্তার এক পর্যায়ে তাদের বন্ধুত্ব হয়। পরবর্তীতে রোববার দুপুর ২টায় সাগর তাকে বাঘের বাজার বাস স্ট্যান্ডে আসতে বলেন। পরে বেড়াতে যাওয়ার কথা বলে তাকে বঙ্গবন্ধু সাফারি পার্কের পাশে আনোয়ারা বেগমের বাড়িতে নিয়ে যান। সেখানে আগে থেকে লুকিয়ে থাকা তার দুই সহযোগী বাবু ও নাজমুলকে নিয়ে সাগর ভুক্তভোগীকে ধর্ষণ করেন। এসময় তারা ওই নারীর গলার সোনার চেইন, কানের দুল ও মুঠোফোন ছিনিয়ে নেয়।
ওসি খোন্দকার ইমাম হোসেন জানান, ভুক্তভোগীর করা মামলার ভিত্তিতে প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। ওই নারীকে স্বাস্থ্য পরীক্ষার করার জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।