০১ জুলাই ২০২১, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ
চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার মেরিন সিটি হাসপাতালে রুপা আক্তার নামে এক নারীকে (১৮) নিয়ে এসেছিলেন মো. রিয়াদ (২১) নামের এক যুবক। তিনি নিজেকে রুপার স্বামী পরিচয় দিয়েছিলেন। মুমূর্ষ অবস্থায় ওই নারীকে হাসপাতালে আনার কিছুক্ষণ পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর মধ্যে সটকে পড়েন রিয়াদ। বুধবার (৩০ জুন) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
বায়েজিদ থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, মোহাম্মদ রিয়াদ নামের ওই ব্যক্তি স্বামীর পরিচয়ে রুপা আক্তারকে মেরিন সিটি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করান। তিনি জানান, মেয়েটি ঘুমের ওষুধ খেয়েছে। রাত ১০টার দিকে মেয়েটি মারা যায়। এটা শুনে মাস্ক আনার কথা বলে কথিত স্বামী হাসপাতাল থেকে পালিয়ে যান। তিনি জানান, ওই হাসপাতাল থেকে লাশটি নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ নিয়ে যাওয়া হয়। পরে সেটি মর্গে রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত রুপার কোনো স্বজন যোগাযোগ করেননি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। ধারণা করা হচ্ছে, মেয়েটি বিষ পানে আত্মহত্যা করেছে।