০২ জুলাই ২০২১, আজকের মেঘনা. কম, গজারিয়া প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলার বিভিন্ন মসজিদের খতিব ও ইমাম সাহেব দের যথার্থ সন্মান মাধ্যমে করোনা কালে দূরত্ব বজায় রেখে নামাজ আদায় করার নির্দেশ দেন। কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার আর দায়িত্ব পালন করে যাচ্ছেন গজারিয়া উপজেলা প্রশাসন। যৌন বাহিনী নামাজের পূর্বে সকলকে মাক্স পরিধান করা জন্য আহবান জানিয়েছেন এবং শারীরিক অবস্থান দূরত্ব বজায় রেখে নামাজ আদায় করার নির্দেশ দেন। মসজিদে মুসল্লিদের মধ্যে মাক্স বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিয়াউল ইসলাম চৌধুরীর।
তিনি বলেন এ বৈশ্বিক মহামারী থেকে রক্ষা পেতে সরকার সাত দিনের লকডাউনের ঘোষনা দিয়েছে। আমাদের সবার উচিত নিজ এবং নিজের পরিবারকে সুরক্ষা রাখা। সেজন্য প্রতিটি নাগরিককে সরকারের দেয়া স্বাস্থ্য বিধি ও অন্যান্য বিধি নিষেধ মেনে প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে না যাওয়া। এতে নিজ, নিজ পরিবার ও দেশের মানুষ করোনামুক্ত থাকবে। নিজ দায়িত্ব বোধ থেকে নিরাপদ আশ্রয় থাকার পরামর্শ দেন প্রশাসন। এসময় উপস্থিত ছিলেন, সেনাবাহিনী, পুলিশ ও আনাসার সদস্যরা।