০৩ জুলাই ২০২১, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ
মৌলভীবাজার থেকে শিশুসহ ১৪ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২ জুলাই) রাতে শহরের কোদালীপুল এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে। আটকরা সবাই কক্সবাজারের কুতুপালং ও বালুখালী ক্যাম্পের ৮ ও ৩২ নং ক্যাম্পের বাসিন্দা। রাতে এক প্রেস ব্রিফিয়ের মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
পুলিশ যায়, পাঁচদিন আগে আটকরা কাজের সন্ধানে কক্সবাজারের কুতুপালং এবং বালুখালী ক্যাম্প থেকে বিশেষ কৌশলে বেরিয়ে প্রথমে চট্টগ্রামে আসে। সেখানে কাজের কোনো ব্যবস্থা করতে না পারায় তারা মৌলভীবাজারে চলে আসে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো জিয়াউর রহমান জানান, শুক্রবার রাতে শহরের কোদালীপুল বাসস্ট্যান্ড এলাকায় নারী-পুরুষ, শিশুদের একটি দলকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। পরে পুলিশ সদস্যরা সবাইকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তাদের পরিচয় জানা যায়।
পুলিশ সুপার মো. জাকারিয়া শুক্রবার রাতে সাংবাদিকদের জানান, কুতুপালং এবং বালুখালি ক্যাম্প থেকে বের হয়ে আসা রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ব্যাপারে কক্সবাজার ও উখিয়া থানায় যোগাযোগ করা হচ্ছে। আটকরা থানায় পুলিশ হেফাজতে রয়েছে।