• শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৬ পূর্বাহ্ন

দেড় কোটি টাকার ভারতীয় কচ্ছপের হাড় উদ্ধার, গ্রেপ্তার ৩

ডেস্ক রিপোর্ট / ২৩২ বার পঠিত
আপডেট টাইম : শনিবার, ৩ জুলাই, ২০২১

০৩ জুলাই ২০২১, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে ১৫০ কেজি কচ্ছপের হাড়সহ তিনজনকে গ্রেপ্তার করেছে বিজিবি। শনিবার (৩ জুলাই) সকালে উপজেলার কুমিরজান গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিকেলে ৫৯ বিজিবি ব্যাটালিয়ন সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক লে. কর্নেল আমীর হোসেন মোল্লা।

গ্রেপ্তাররা হলেন- ভোলাহাট উপজেলার কুমিরজান সুরানপুর গ্রামের মৃত এত্তাজ উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৫০), একই উপজেলার ফুটানীবাজার চামুসা গ্রামের আজিম উদ্দিনের ছেলে আল আমিন (২২) এবং মফিজ উদ্দিনের ছেলে মনিরুল ইসলাম (২০)।

লে. কর্নেল আমীর হোসেন মোল্লা তিনি বলেন, জেলায় প্রথমবারের মতো সীমান্ত দিয়ে চোরাচালানের সময় বিপুল পরিমাণ কচ্ছপের হাড় উদ্ধার করা হয়েছে। এটি অভিনব চোরাচালানি একটি পণ্য। এর আগে জেলার কোনো সীমান্তে এ ধরনের পণ্য চোরাচালানির তথ্য আমরা পাইনি। ভারত থেকে আসা কচ্ছপের এই হাড়গুলো মূলত ওষুধ কারখানায় ব্যবহৃত হয়।

তিনি বলেন, ভোরে উপজেলার কুমিরজান গ্রামে অভিযান চালিয়ে রফিকুলের বাড়ি তল্লাশি করে ১২টি বস্তায় লুকায়িত অবস্থায় ১৫০ কেজি কচ্ছপের প্রক্রিয়াজাত হাড় জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য দেড় কোটি টাকা। এ ঘটনায় ভোলাহাট থানায় একটি মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

পুরাতন সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১