• বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ০১:৪০ পূর্বাহ্ন

শিক্ষার্থীদের ধৈর্য ধরতে বললো স্বাস্থ্য অধিদফতর

ডেস্ক রিপোর্ট / ৩৮৫ বার পঠিত
আপডেট টাইম : রবিবার, ৪ জুলাই, ২০২১

০৪ জুলাই ২০২১, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ

প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধী টিকা নিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধৈর্য ধরতে হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

রোববার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের ভার্চুয়াল বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের মুখপাত্র অধ্যাপক নাজমুল ইসলাম।

করোনা প্রতিরোধী বন্ধ থাকা টিকার নিবন্ধন আবারো শুরু হয়েছে। তবে এখন কেবলমাত্র তিন ক্যাটাগরিতে নিবন্ধন করা যাচ্ছে। নিবন্ধন করতে ‘সুরক্ষা’ ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এখন শুধু সম্মুখ সারির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, চিকিৎসা-শিক্ষা সংশ্লিষ্ট বিষয়ের ছাত্রছাত্রী ও বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর শিক্ষার্থীদের নিবন্ধনের ব্যবস্থা রাখা হয়েছে।

যদিও টিকার নিবন্ধন করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অসুবিধায় পড়ছেন- এমন অভিযোগের বিষয়ে বুলেটিনে অধ্যাপক নাজমুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের নামের তালিকা পাঠানো হয়েছে। সেই তালিকা আমরা আইসিটি মন্ত্রণালয়ে পাঠিয়েছি, যেন তারা নিবন্ধন করতে পারেন। পর্যায়ক্রমে সবাইকে নিবন্ধনের আওতায় নিয়ে আসা হবে। এ ক্ষেত্রে একটু ধৈর্য ধরতে হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

পুরাতন সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১