• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৯ পূর্বাহ্ন

খাবার পেলো রানীগঞ্জের যৌনকর্মীরা

ডেস্ক রিপোর্ট / ২১৪ বার পঠিত
আপডেট টাইম : সোমবার, ৫ জুলাই, ২০২১

০৫ জুলাই ২০২১, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ

কঠোর লকডাউনে কর্মহীন যৌনকর্মীরা অভুক্ত। একবেলা আধপেট খেয়ে কোনমতে দিনাতিপাত করছে। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে নজরে পড়ে জেলা প্রশাসন ও পৌরসভা কর্তৃপক্ষের।

সোমবার বিকালে ত্রাণসামগ্রী নিয়ে রানীগঞ্জ যৌনপল্লীতে ছুটে যান জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানু। সাথে ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার আরিফুল ইসলাম, সদর থানার ওসি রেজাউল ইসলাম খান, পৌর কাউন্সিলর রাজিব সিংহ সাহা, ফজলুর রহমান ও বিজু আহমেদ।

জেলা প্রশাসনের উদ্যোগে দেড় শতাধিক যৌনকর্মীর হাতে ত্রাণ তুলে দেন পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানু।

এ সময় তিনি বলেন, আপনার কেউ না খেয়ে থাকবেন না। আজ জেলা প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ত্রাণসামগ্রী আপনাদের হাতে তুলে দেয়া হলো। এরপর ঈদের আগে পৌরসভার পক্ষ থেকে ত্রাণসামগ্রী বিতরণ করা হবে। এ সময় যৌনকর্মীদের স্বাস্থ্যবিধি মেনে বসবাসের পরামর্শ দেন তিনি।

পৌর মেয়র রানীগঞ্জ যৌনপল্লীর বাড়িওয়ালাদের উদ্দেশে আরো বলেন, করোনাকালীন যৌনকর্মীদের আয় রোজগার নেই। তাই বাড়ির মালিকদের বাড়ি ভাড়া না নেয়ার নির্দেশ দেন তিনি। অন্যাথায় পৌরসভা থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

পুরাতন সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১