০৬ জুলাই ২০২১, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ
গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী এলাকায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক অটোরিকশা চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ জুলাই) তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. মুকুট মিয়া (২৬) কুড়িগ্রাম জেলার উলিপুর থানার সাদুয়া দামারহাট গ্রামের মো. রওশন আলীর ছেলে। তিনি কোনাবাড়ী এলাকায় ভাড়া বাসায় থেকে অটোরিকশা চালাতেন।
জানা গেছে, ঘটনার শিকার কিশোরী (১৩) পরিবারের সঙ্গে কোনাবাড়ী বাইমাইল এলাকায় ভাড়া থাকে। বাবা-মা স্থানীয় একটি গার্মেন্টে চাকরি করার সুবাদে ভিকটিম কিশোরী বাসায় একা থাকতো। ওই সুযোগে মুকুট গতকাল সোমবার ফুসলিয়ে কিশোরীকে তার বাসায় নিয়ে ধর্ষণ করে। বিষয়টি পরিববারকে জানালে রাতেই কোনাবাড়ী থানায় মামলা করেন কিশোরীর মা।
জিএমপির কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, মঙ্গলবার সকালে আসামিকে গ্রেপ্তারের পর দুপুরে তাকে আদালতের আদেশে জেল-হাজতে পাঠানো হয়েছে।