০৭ জুলাই ২০২১, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ৬ নম্বর দক্ষিণ রণিখাই ইউনিয়নের পূর্ণাছগাম গ্রামে এই ঘটনা ঘটে।
মৃতরা হলেন অনন্ত বিশ্বাসের ছেলে প্রাণেশ বিশ্বাস (২৬) ও সতি বিশ্বাসের ছেলে দিগেস বিশ্বাস (২১)। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত প্রাণেশ ও দিগেস সকালে দক্ষিণ রণিখাই ইউনিয়নের ফুতাধরি হাওরে মাছ ধরতে যান।
এ সময় ঝড়ের সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। কোম্পানীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।