০৭ জুলাই ২০২১, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজারে বাড়ির পাশের ডোবায় পড়ে ফারিয়া বেগম (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৭ জুলাই) বিকেলে উপজেলার হাজারীগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, বিকালে বাড়ির পিছনে খেলতে যায় ফারিয়া বেগম। এক পর্যায়ে পাশের ডোবার পানিতে পড়ে ডুবে যায় সে। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে বাড়ির লোকজন আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পেছনের ডোবায় তার মরদেহ ভেসে উঠতে দেখে স্বজনরা উদ্ধার করেন। দোয়ারাবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, অভিযোগ না থাকায় শিশুটিকে দাফনের জন্য তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।