১০ জুলাই ২০২১, আজকের মেঘনা. কম, সৈয়দ আনোয়ার,হোমনা(কুমিল্লা)প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় কঠোর লকডাউনে ফলে কর্মহীন দরিদ্র ভ্যান চালকদের হাতে প্রধানমন্ত্রীর উপহার নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন পৌর মেয়র এ্যাড.মো.নজরুল ইসলাম। আজ শনিবার সকাল ১১ টায় হোমনা পৌর সভার নিজ কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে অসহায় কর্মহীন ৪০ জন ভ্যান চালকের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেছেন হোমনা পৌর সভার মেয়র এ্যাড. মো. নজরুল ইসলাম। এসময় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে বক্তব্য রাখেন কুমিল্লা-২ হোমনা তিতাস আসনে এর সংসদ সদস্য সেলিমা আহমাদ।
এসময় তিনি সকলকে নিয়মিত মাস্ক পড়ার এবং করোনা মোকাবেলায় সকলকে সচেতন থাকার জন্য অনুরোধ করেন খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন হোমনা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান খোকন, প্যানেল মেয়র মো.শাহনুর আহম্মেদ সুমন,হোমনা প্রেস ক্লাব এর সভাপতি আব্দুল হক সরকার, সংরক্ষিত নারী কাউন্সিলর সুকিয়া বেগম ও শিল্পি বেগম, পৌর কাউন্সিলর মো. আবুল কালাম আজাদসহ পৌর কর্মকর্তা কর্মচারী বৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ এ সময় ছিলেন।