১০ জুলাই ২০২১, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ
‘কার্প জাতীয় মাছ ছাড়াও দেশি জাতের মাছ যাতে হারিয়ে না যায় সেজন্য বেশি করে দেশি মাছ চাষে সবাইকে এগিয়ে আসতে হবে।’
শনিবার (১০ জুলাই) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার কুয়ারিমেইল পুকুরে হালদা থেকে সংগ্রহ করা কার্প জাতীয় মাছের রেনু পোনা অবমুক্তকালে রেলপথমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন এ কথা বলেন।
তিনি বলেন, গুনগত ও অধিক উৎপাদনশীল জাতের মাছ চাষ করে পুষ্টির চাহিদা পূরণ ও বেকারত্ব দূরসহ আর্থিকভাবে লাভবান হওয়া সম্ভব।
এ সময় হালদা থেকে সংগ্রহ করা ৩৫ কেজি রুই, কাতলা ও মৃগেল মাছের পোনা অবমুক্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- পঞ্চগড় জেলা মৎস্য কর্মকর্তা শাহ নেওয়াজ সিরাজি, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আল ইমরান, কেন্দ্রীয় কৃষক লীগের সহ- সভাপতি আব্দুল লতিফ তারিন, কেন্দ্রীয় যুবলীগ নেতা ব্যারিস্টার কৌশিক নাহিয়ান নাবিদ, বোদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি প্রমুখ।