৫ আগষ্ট ২০২১,আজকের মেঘনা ডটকম,
শেখ মাজহারুল ইসলাম সোহান, টাঙ্গাইলঃ
সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার ( ৫ আগষ্ট) সকালে শহীদ স্মৃতি পৌরউদ্যানে স্থাপিত শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম জোয়াহের, জেলা প্রশাসক আতাউল গণি, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়,
সদর উপজেলা চেয়ারশ্যোন শাহজাহান আনসারী, পৌর মেয়র এস.এম. সিরাজুল হক আলমগীরসহ সরকারি বেসরকারী দপ্তরের কর্মকর্তা, আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সর্বস্তরের বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা।পরে টাঙ্গাইল ষ্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জন্মদিনর কেক কাটা হয়।