২৪ নভেম্বর ২০২১, আজকের মেঘনা. কম, ওসমান গনি, গজারিয়া প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলা বীর মুক্তিযোদ্ধা,জন ,সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুধী সমাজের ব্যক্তিবর্গের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের,গজারিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম,গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃরইছ উদ্দীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা ইয়াছমিন সুলতানা, গজারিয়া উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি হাজী মহসিন চৌধুরী,ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকী,মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আঁখি,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম বীর প্রতীক,গজারিয়া ইউঃপিঃ চেয়ারম্যান আবু তালেব ভূঁইয়া,গুয়াগাছিয়া ইউঃপিঃ চেয়ারম্যান আবুল খায়ের মোহাম্মদ আলী খোকন,ইমামপুর ইউঃপিঃ চেয়ারম্যান মনসুর আহমেদ খাঁন জিন্নাহ, বাউশিয়া ইউঃপিঃ চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান প্রধান,হোসেন্দী ইউঃপিঃ চেয়ারম্যান মনিরুল হক মিঠু,ভবেরচর ইউঃপিঃ চেয়ারম্যান ইঞ্জিঃ সাহিদ মোহাম্মদ লিটন, বালুয়াকান্দী ইউঃপিঃ চেয়ারম্যান শহীদুজ্জামান জুয়েল,টেংগারচর ইউঃপিঃ চেয়ারম্যান সালাউদ্দিন মাষ্টারসহ উপজেলাধীন সকল অধিদপ্তর এর কর্মকর্তা ও রাজনৈতিক,সাংবাদিক ও সুধী সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।