২৮ নভেম্বর ২০২১, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ
ঢাকার সাভারে পারিবারিক কলহের জেরে স্বামীর শরীরে গরম তেল ঢেলে ১০ দিন কোনো চিকিৎসা ছাড়াই ঘরে ফেলে রাখেন স্ত্রী।
রোববার (২৮ নভেম্বর) দুপুরে তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের নতুনপাড়া এলাকার মুক্তার আলীর বাড়ি থেকে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করে পুলিশ।
ভুক্তভোগী স্বামী আমিনুল ইসলাম (৩০) ফরিদপুর জেলার বালিয়াডাঙ্গী থানার রতনাই বাঘা গ্রামের মো. হাশেম আলীর ছেলে। তিনি সাভার ভরারী ডাড পোশাক কারখানার অপারেটর হিসেবে কাজ করতেন। অভিযুক্ত স্ত্রী একই জেলার পাংশা থানার হরিনাডাঙ্গী গ্রামের আকবর আলীর মেয়ে। তিনি হেমায়েতপুর এলাকার এজিআই পোশাক কারখানায় অপারেটর হিসেবে চাকরি করেন।
স্থানীয়রা জানায়, ১৯ নভেম্বর স্ত্রী তার স্বামীর গায়ে রান্নার গরম তেল ঢেলে দেয়। প্রায় ১০ দিন ঘরেই বিনা চিকিৎসায় পড়েছিল আমিনুল। পরে স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে থানায় খবর দেয়। খবর পেয়ে আমিনুলকে উদ্ধার করে আশুলিয়ার শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল (কেপিজি) হাসপাতালের বার্ন ইউনিটে পাঠায় পুলিশ।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, এ ধরনের একটি ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে বিস্তারিত পরে জানানো হবে।