৩০ নভেম্বর ২০২১, আজকের মেঘনা. কম, ওসমান গনি গজারিয়া প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় বাবা-মায়ের সঙ্গে অভিমান করে অপু (১০) নামে ৫ম শ্রেণির এক স্কুল ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। সে স্থানীয় এক প্রাথমি বিদ্যালয়ের ছাত্র ছিলো। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ভবেরচর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চরপাথালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। উল্লেখিত এলাকার ফারুক ফকিরের দ্বিতীয় তলার ভাড়াটিয়া মো. জসিম উদ্দিনের ছেলে অপু।তিন ভাইয়ের মধ্যে অপু ছিলো দ্বিতীয়।
নিহতের স্বজন ও স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার সকালে মোবাইলে গেমস খেলতে নিষেধ করায় বাবা মায়ের সাথে অভিমান করে বারান্দায় গ্রিলের সঙ্গে গামছা পেচিয়ে গলায় ফাঁস দেয় সে। পরে রাস্তা দিয়ে এক পথচারী গ্রিলের সঙ্গে অপু কে ঝুলতে দেখে পরিবারের লোকজন কে খবর দেয়। পরে পরিবারের লোকজন গ্রিল থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।